চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

কুতুবদিয়ায় বিমান বাহিনীর যুদ্ধ মহড়ায় ব্যবহৃত ড্রোনের চাকা উদ্ধার
ড্রোনের ভাঙা বা ছিটকে পড়া চাকা

কুতুবদিয়ায় বিমান বাহিনীর যুদ্ধ মহড়ায় ব্যবহৃত ড্রোনের চাকা উদ্ধার

কুতুবদিয়া সংবাদদাতা

২৩ মে, ২০২৫ | ৭:১১ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ায় সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ মহড়ায় ব্যবহৃত একটি অত্যাধুনিক ড্রোনের ভাঙা বা ছিটকে পড়া চাকা উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের চুল্লার পাড়ার মৃত শরিয়তুল্লাহর ছেলে মোহাম্মদ নাজিম উদ্দিনের বসতবাড়ি থেকে ওই চাকাটি উদ্ধার হয়।

 

গোয়েন্দা সূত্র বলছে, গত (১৬ মে) সকাল ১০টার দিকে নাজিম উদ্দিন ও তার তিন প্রতিবেশী বাড়ির পশ্চিম পাশে সাগর তীরে চাকাটি ভাসমান অবস্থায় দেখতে পাই। পরে সেখান থেকে উদ্ধারপূর্বক নাজিমের বাড়িতে জিম্মায় রাখেন তারা।

 

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে গিয়ে চাকাটি উদ্ধার করা হয়। বর্তমানে এটি থানা হেফাজতে রয়েছে। এই বিষয়ে বিমান বাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

 

 

পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট