চট্টগ্রামের আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও সিইউএফএল শ্রমিক নেতা আবুল বশর খানকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে রাঙাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল বশর খান উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের মৃত হামিদ আলীর ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বিএনপির মিছিলে হামলা মামলার সন্দিগ্ধ আসামি আবুল বশর খানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে পতিত সরকারের পক্ষে গোপন বৈঠক ও অপতৎপরতা অভিযোগ রয়েছে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ