কক্সবাজারের চকরিয়ায় দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) সকাল ১১টায় ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় আহত ৫ জনকে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মেহেদী হাসান। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ দুর্ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/এএইচ