কক্সবাজারের পেকুয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় মো. আরিফ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৯টায় পেকুয়া সদরের হরিণাফাঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আরিফ চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের এনামের ছেলে। এ ঘটনায় আহত যুবক রাজামিয়ার ছেলে হোছাইন (৩২)।
প্রত্যক্ষদর্শীররা জানান, রাতে পেকুয়া থেকে মোটরসাইকেল নিয়ে দুইজন বাড়ি ফেরার পথে হরিণাফাঁড়ি এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ড্রামট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পর স্থানীয়রা আরিফ ও হোসাইনকে গুরুতর আহত অবস্থায় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোহাম্মদ আরিফকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত হোসাইনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়।
খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ড্রামট্রাক জব্দ করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। দুইজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।
পূর্বকোণ/এমরান/জেইউ/এএইচ