চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪
প্রতীকী ছবি

পেকুয়ায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

পেকুয়া্ সংবাদদাতা

১২ মে, ২০২৫ | ৯:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় এক শিশুকে ধষর্ণের অভিযোগে মূল আসামি আদরসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত  শনিবার (১০ মে ) রাত ৮ টার দিকের এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে আদরসহ ৫ জনকে আসামি করে গতকাল রবিবার  (১১ মে) পেকুয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

 

গ্রেপ্তাররা হলেন- পেকুয়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৌলভী পাডার মোহাম্মদ ইলিয়াছের পুত্র আদর (২১),  একই এলাকার নুরুল আমিনের পুত্র মোহাম্মদ মিজান (৩৪), পুতুন আলীর পুত্র খোরশেদ (৩৯), পুতন আলীর পুত্র মো. রাশেদ ( ৩৫) ও মো. বেলালের পুত্র মোহাম্মদ কায়সার (২৮) । এর মধ্যে খোরশেদ ছাড়া ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, শিশুটিকে ঘরে একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন বলে ভিকটিমের পরিবারের অভিযোগ। শিশুটি তার মায়ের কাছে বিষয়টি জানালে পেকুয়া থানায় এসে অভিযুক্তের বিরুদ্ধে মামলা করেন তার মা। এ ঘটনায় অভিযুক্ত আদর নামের প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করে আজ সোমবার ( ১২ মে) আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। 

 

 

পূর্বকোণ/এমরান/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট