রাঙামাটির রাজস্থলী উপজেলায় বজ্রাঘাতে ১ জন গুরুতর আহত হয়েছে। জেলার রাজস্থলী উপজেলার সীমান্ত সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সোমবার বেলা দুইটায় ঝড়ো হাওয়াসহ প্রচণ্ড রকমের বজ্রপাত শুরু হলে রাঙামাটির জুরাছড়ি উপজেলাধীন সাইসল নামক এলাকায় কর্মরত অবস্থায় বজ্রাঘাতে সাকিল আহম্মদ নামের ২২ বছর বয়সী এক যুবক ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। শাকিল উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের শাহ আলমের ( করাতির) ছেলে।
এই ঘটনায় গুরুতর আহত শাকিলকে স্থানীয়রা তাৎক্ষনিক উদ্ধার করে চট্রগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে তার বড় ভাই ইউনুচ ড্রাইভার জানান।
পূর্বকোণ/আজগর/আরআর/পারভেজ