চট্টগ্রাম সোমবার, ১৬ জুন, ২০২৫

‘কাল আমার মায়ের ফাতেহা, আমাকে ছেড়ে দেন’
কক্সবাজারের খুরুশকুল ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুল গ্রেপ্তার

কক্সবাজারে গ্রেপ্তার এড়াতে পুকুরে ঝাঁপ দিলেন ইউপি সদস্য

‘কাল আমার মায়ের ফাতেহা, আমাকে ছেড়ে দেন’

কক্সবাজার সংবাদদাতা

১২ মে, ২০২৫ | ৭:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুল পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দেওয়ার দৃশ্য ভাইরাল হয়েছে। এ সময় আবু বক্কর পুকুরে দাঁড়িয়ে হাত জোর করে বলেতে দেখা যায় “আমার মা মারা গেছেন।কাল আমার মায়ের ফাতেহা, একটা দিন সময় দেন, আমাকে ছেড়ে দেন প্লিজ। 

খোঁজ নিয়ে জানা গেছে পুলিশের হাত থেকে বাঁচতে রবিবার (১১ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাওয়ার পাড়া এলাকায় একটি পুকুরে ঝাঁপ দিয়েছিলেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি, স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, গত ৯ মে বাবুলের মা মারা যান এবং সোমবার তার কুলখানি (ফাতেহা) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মায়ের ফাতেহার ঠিক একদিন আগে এই গ্রেপ্তারের ঘটনা ঘটল।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, বাবুল জুলাই মাসের গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্রদের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। সেই সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন পুলিশ সদস্য বাবুলকে ধরার জন্য এগিয়ে গেলে তিনি দ্রুত পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পুকুরের পানিতে কিছুক্ষণ ডুব সাঁতার কাটার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে টেনে তোলে এবং গ্রেপ্তার করে। ভিডিওটি রবিবার দুপুরের ঘটনার বলে নিশ্চিত করেছেন কাওয়ার পাড়া এলাকার বাসিন্দারা।

পূর্বকোণ/এরফান/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট