চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন বাকেরকে ফেসবুকে পোস্টের জেরে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি রহমতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়কও।
নোটিশটি গতকতাল ১১ মে জারি করা হলেও ১২ মে সন্দ্বীপ উপজেলা বিএনপি আইডি থেকে পোস্ট করা হয়। এ বিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু তাহের সত্যতা নিশ্চিত করেন।
নোটিশে গত ৮ মে সন্ধ্যায় জয়নাল আবেদীন বাকের তার ফেসবুক আইডিতে যুগ্ম আহ্বায়ক পদকে আতঙ্কিত বলে মন্তব্য করেন। এছাড়া বিভিন্ন সময় তিনি সন্দ্বীপ উপজেলা বিএনপির কার্যক্রম নিয়ে কটাক্ষমূলক মন্তব্য করেছেন, যা সংগঠনের শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে। নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।
পূর্বকোণ/পিআর