দেশের লবণ চাষিদের স্বার্থ রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এবং ন্যায্যমূল্য নিশ্চিত করতে লবণ চাষিদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির ঘোষণা দিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
একইসঙ্গে, চলতি বছর লবণ আমদানির কোনো পরিকল্পনা নেই এবং আগামী কোরবানির ঈদে চামড়া শিল্পের জন্য লবণের কোনো সংকট হবে না বলেও তিনি আশ্বস্ত করেছেন।
রবিবার (১১ মে) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে লবণ উৎপাদন পরিস্থিতি নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় সচিব এসব কথা বলেন।
শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান স্পষ্ট ভাষায় জানান, সরকার লবণ চাষিদের কথা মাথায় রেখে প্রশিক্ষণ, আর্থিক প্রণোদনা, হেলথ কার্ডসহ একটি সমন্বিত ডাটাবেজ তৈরি করবে। এই ডাটাবেজে লবণ চাষের জমির ন্যায্য দাম নির্ধারণ, চাষিদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা, স্বাস্থ্যসেবা প্রদান এবং সহজ শর্তে ঋণের সুবিধা অন্তর্ভুক্ত থাকবে। সচিব আরও উল্লেখ করেন, শুধু লবণ শিল্প নয়, দেশের যেকোনো শিল্পের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
আগামী উৎপাদন মৌসুমে লবণ চাষিদের কাছ থেকে সরাসরি লবণ কেনার সরকারের পরিকল্পনার কথা জানিয়ে শিল্প সচিব বলেন, লবণ উৎপাদন এলাকায় পর্যাপ্ত বাফার স্টক গড়ে তোলার জন্য এক লাখ মেট্রিক টন ধারণক্ষমতা সম্পন্ন আধুনিক গুদাম নির্মাণ করা হবে। এই পদক্ষেপ একদিকে যেমন চাষিদের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করবে, তেমনি বাজারে লবণের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।
সভায় বিসিকের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম, বিসিকের লবণ সেলের প্রধান সরওয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজিব, সাবেক সংসদ সদস্য এটিএম নুরুল বশর, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমানসহ লবণ চাষী ও মিল মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং মূল্যবান মতামত প্রদান করেন। এই উদ্যোগের মাধ্যমে লবণ চাষীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ