টেকনাফ সীমান্ত থেকে ৯০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং খারাংগ্যাঘোনা এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, সীমান্ত দিয়ে মাদক পাচার হচ্ছে মর্মে সংবাদ পেয়ে দায়িত্বপূর্ণ এলাকা হোয়াইক্যং খারাংগ্যাঘোনা সীমান্তে অভিযান চালিয়ে নয়টি প্যাকেটে ৯০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ