চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
শনিবার (১২ এপিল) সকাল সাড়ে ৮ টার দিকে সাধনপুর ইউনিয়নের রাতাখোদ্দ কৈব্যর্ত্ত জলদাস পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন-যদুনাথ দাশ, রঞ্জিত দাশ ,সজল দাশ, লিটন দাশ।
সাধনপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ এ কে এম সালাউদ্দিন কামাল বলেন, জলদাস পাড়ায় অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিষদ হতে তাদের সহায়তা করা হবে।
বাঁশখালী উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশশেদুল আলম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সকলকে চাউল বিতরণ করা হয়েছে। শিক্ষাথীদের বই দেয়া হবে। পরিবারের সকলকে আরো আর্থিক সহায়তা প্রদান করা হবে।
পূর্বকোণ/পিআর