চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় আবদুল হালিম (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত আবদুল হালিম উপজেলার বাঁশবাড়িয়া এলাকার চৌধুরী বাড়ির মৃত মনির আহদেদের ছেলে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে বাঁশবাড়িয়া এলাকায় চৌধুরী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, বিকেলে সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় নিহত এক বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।
পূর্বকোণ/পিআর