চট্টগ্রাম সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

চন্দনাইশে দেশীয় অস্ত্র উদ্ধার ও স্কেভেটর জব্দ

চন্দনাইশ সংবাদদাতা

১০ এপ্রিল, ২০২৫ | ২:৫৬ অপরাহ্ণ

চন্দনাইশে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও নেশা জাতীয় উপকরণ উদ্ধার সেনাবাহিনী। একইদিন অবৈধভাবে মাটি কাটার ২টি স্কেভেটর জব্দ করা হয়।

বুধবার (৯ এপ্রিল) রাতে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এবং ৪১ নম্বর লট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা যায়, অবৈধভাবে পাহাড় কাটার খবর পেয়ে বুধবার রাত ১০টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে স্কেভেটরের ড্রাইভার পালিয়ে যায়। পরবর্তীতে ২টি স্কেভেটর ও আশেপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ৪টি দেশীয় দা, নেশা জাতীয় দ্রব্যের উপকরণ উদ্ধার করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট