স্মার্টফোন কেড়ে নেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে মোহাম্মদ আজিজ (১৪) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ বড়বিল কোনারপাড়া এলাকার একটি গাছের বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।
মো. আজিজ স্থানীয় রুমখাঁ পালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
হলদিয়াপালং ইউপি সদস্য শাহ জাহান জানান, সকালে পড়ালেখায় মনোযোগ না দেওয়ায় আজিজের মা তার স্মার্টফোন কেড়ে নেন। পরে মায়ের ওপর অভিমান করে সে বাড়ি থেকে বের হয়ে যায়। সন্ধ্যার দিকে এলাকাবাসী বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মো. আজিজ এই এলাকার একজন মেধাবী ছাত্র ছিল। স্মার্টফোন কেড়ে নেওয়ায় মায়ের সঙ্গে অভিমানের জেরে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ