চট্টগ্রামের ফটিকছড়িতে ৯ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. শাহদাত (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷
বুধবার (৯ এপ্রিল) সকালে উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি গ্রামের বৈরাগী খোলা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার যুবক ওই এলাকার মো. বশরের ছেলে।
স্থানীয়রা জানান, গত সোমবার বিলে বৈরাগীখোলা এলাকায় অভিযুক্ত যুবক শাহদাতের মুদির দোকানে মায়ের জন্য মোবাইলের রিচার্জের কার্ড আনতে যায় শিশুটি। এসময় শাহাদাত ওই কন্যাশিশুকে কৌশলে পার্শ্ববর্তী নির্জন কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি ভয়ে চিৎকার করে উঠলে নাক, মুখ চেপে ধরে অভিযুক্ত শাহদাত। ঘটনা টের পেয়ে স্থানীয় কয়েকজন নারী ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত শাহদাত।
পরে ঘটনাস্থল থেকে ভিকটিম শিশুকে নাক মুখে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসকের কাছে নেন স্বজনরা। পরদিন এ ঘটনায় বাদী হয়ে ভূজপুর থানায় মামলা দায়ের করেন ভিকটিমের মা।
জানতে চাইলে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/পারভেজ