চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

হালদা নদীতে ৮ হাজার মিটার জাল জব্দ, আটক ৩

রাউজান সংবাদদাতা

৮ এপ্রিল, ২০২৫ | ১১:৩৪ অপরাহ্ণ

হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার মিটার চরঘেরা জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

 

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় মৎস্য দপ্তর রাউজান ও হালদা অস্থায়ী ফাঁড়ির নৌ পুলিশের সমন্বিত উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় আইন অমান্য করে মাছ শিকারের প্রাক্কালে তিনজনকে আটক করে। এরপর জনপ্রতি তিন হাজার করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আটকরা হল- মোহরার প্রভাস দাস, পশ্চিম কদুরখিলের রাজু দাস, রঞ্জিত দাস।

 

রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অং ছিং মারমা বলেন, উদ্ধারকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। বিনষ্টকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট