বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাঘমারা বাজারের ঝাড়ুদার সুশান্ত দাশের ৮ বছরের শিশু কন্যাকে শারীরিক হেনস্থার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকালের দিকে উপজেলার বাঘমারা বাজারে এ ঘটনা ঘটে।
সরজমিনে ঘটনাস্থলে গেলে সুশান্ত দাশ জানায়, সকালে তার মেয়ে কিছু খাওয়ার জন্য টাকা চাইতে গেলে তিনি স্থানীয় কাঞ্চনের দোকান থেকে বাকিতে কিছু খেতে বলেন। তখন ভিকটিম কন্যা পিতা সুশান্ত দাশের কথা মতো কাঞ্চনের দোকানে গেলে দোকানের মালিক কাঞ্চন কৌশলে ভিকটিমকে দোকানের ভেতর নিয়ে বিভিন্ন ভাবে যৌন হয়রানি করে ধর্ষণের চেষ্টা করে। এতে ভিকটিম শিশুটি অসুস্থ হয়ে পড়লে দৌড়ে বাসায় চলে আসে। পরে তার পরনের কাপড়ে রক্ত থাকায় তাকে স্থানীয় একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে জামছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ক্যসইংশ বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে আমি এখানে এসেছি। ভিকটিমের সাথে কথা বলে যেটুকু জানলাম তা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ভিকটিমের পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
ভিকটিম শিশুর পিতা সুশান্ত দাশ আইনি সহযোগিতা চাইলে সাংবাদিকদের উপস্থিতিতে বান্দরবান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাউছারের সাথে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে একটি পুলিশ টিম পাঠান এবং জড়িত কাঞ্চন দাশকে আটক করে নিয়ে যান।
এ বিষয়ে বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম বলেন, ঘটনার সত্যতা এবং আলামতের ভিত্তিতে ভিকটিম শিশুটির মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ১ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামি কাঞ্চন দাশকে কোর্টে সোপর্দ করা হয়েছে।
পূর্বকোণ/মিনার/জেইউ/পারভেজ