চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

সীতাকুণ্ডে ২ মোটরসাইকেলের সংঘর্ষে বেসরকারি চাকরিজীবীর মৃত্যু

সীতাকুণ্ড সংবাদদাতা

৭ এপ্রিল, ২০২৫ | ১১:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি মোটর‌সাইকেলের সংঘর্ষে একজন আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী।

 

সোমবার দুপুরে উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুল আহমদ এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম মো. নাজমুল হুদা (৫৫)। তিনি পাবনা জেলার সিরাজগঞ্জ এলাকার বাসিন্দা এবং গোল্ডেন কনডেনসেট ওয়েল রিফাইন ফ্যাক্টরি লিমিটেড নামক প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিরা ইউনিয়নের গুল আহমেদ জুট মিলস এলাকার মহাসড়কের মাঝের একটি পথ দিয়ে মো. নাজমুল হুদা মোটরসাইকেলযোগে পার হচ্ছিলেন। এ সময় ঢাকামুখী অপর একটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় মোটরসাইকেলের আরোহী তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মো. নাজমুল হুদাকে মৃত ঘোষণা করেন। এ সময় অপর মোটরসাইকেল আরোহী দন্ত চিকিৎসক কাঞ্চন নাথকে চমেকে প্রেরণ করা হলেও তার স্ত্রী মুক্তা দেবী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

 

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুল আহমেদ জুট মিলস এলাকার মহাসড়কের একটি কাটা (বিকল্প পথ) অতিক্রম করছিল মোটরসাইকেল আরোহী নাজমুল হুদা। এ সময় ঢাকামুখী একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী নাজমুল হুদার মৃত্যু ঘটে। এই ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী দুইজন আহত হন।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট