বোয়ালখালীতে স্কেভেটর দিয়ে ফসলি জমির মাটি কাটায় আবদুল মান্নান (৪৫) নামের এক ব্যক্তিকে অর্ধলাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের একটি বিলে এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
তিনি বলেন, অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় আবদুল মান্নানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ