রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ফুলতলী গ্রামে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে ব্যবসায়ী উলামং মারমার বাসায় ডাকাতির এই ঘটনা ঘটে।
জানা গেছে, ৮-১০ জনের একটি ডাকাতদল ঘরে ঢুকে নগদ অর্থ, স্বর্ণালংকার, তিনটি মোবাইলফোন ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা জানান, উলামং মারমা কাপ্তাই নতুন বাজারের ব্যবসায়ী। ডাকাতির ঘটনায় তার বাড়ির মূল্যবান জিনিস নগদ টাকা লুট হয়েছে। এ বিষয়ে থানায় জানানো হয়েছে।
চন্দ্রঘোনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমরুল আহমেদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ডাকাতরা স্বর্ণালংকার, কিছু টাকা ও মোবাইলফোন নিয়ে গেছে বলে জানা যায়। তবে পরিবারের পক্ষ থেকে মামলা করলে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।
পূর্বকোণ/পিআর/এএইচ