হালদা নদীতে অভিযানে ইট-পাটকেল নিক্ষেপ, মুচলেকায় যুবকের মুক্তি
রাউজান সংবাদদাতা
১৩ মার্চ, ২০২৫ | ১০:৩০ অপরাহ্ণ
হালদা নদীতে মোবাইল কোর্ট পরিচালনাকালে ভ্রাম্যমাণ আদালতের স্পীডবোট লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে দুই যুবক। বৃহস্পতিবার ইট পাটকেল নিক্ষেপকারী মো. আরাফাত নামের এক যুবক সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এসে ভবিষ্যতে এই ধরনের কাজ না করার শর্তে মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন।
বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত এ অভিযানে রামদাস মুন্সির হাট থেকে পেশকার হাট ও কর্ণফুলী নদীর মোহনা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে আটককৃত প্রায় ২ হাজার মিটার চরঘেরা পুড়িয়ে বিনষ্ট করা হয়। উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর রাউজান ও হালদা অস্থায়ী ফাঁড়ির নৌ পুলিশের সমন্বিত উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। এতে আইন অমান্য করে মাছ শিকারের প্রাক্কালে জসিম নামের একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনের প্রসিকিউশনে মোবাইল কোর্ট পরিচালনা করেন রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা।
তারা জানান, বিনষ্টকৃত জালের আনুমানিক মুল্য প্রায় ৬০ হাজার টাকা। তারা আরো জানান উরকিরচরের সওদাগর পাড়ায় অভিযানকালে জাল উঠাতে গেলে স্পীডবোট লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করে দুই যুবক। পরে একজন মুছলেকা দিয়েছেন।