চট্টগ্রাম সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালী ৩টি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

বাঁশখালী সংবাদদাতা

১৩ মার্চ, ২০২৫ | ৪:৪৪ অপরাহ্ণ

হাইকোর্টের নির্দেশে চট্টগ্রামের বাঁশখালীর ইলশা গ্রামে অবৈধভাবে গড়া ওঠা ৩টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টার দিকে বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জামশেদুল আলম।

 

গুড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো-মেসার্স এমন বিএম ব্রিকস-১, এম বিএম ব্রিকস, মেসার্স খাজা আজমির।

 

অভিযানকালে উপস্থিত ছিলেন জেলার সরকারি কমিশনার ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস, বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার, বন বিভাগ কমকর্তা, ফায়ার সার্ভিস ও একদল পুলিশ উপস্থিত ছিলেন। এ সময় সেনাবাহিনী টহল দলও সাথে ছিলেন।

 

পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস বলেন, হাইকোর্টের নির্দেশে এসব লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটা তিনটি গুটিয়ে দেয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট