প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলোয়াড়দের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবির কুতুবদিয়া শাখা।
আজ বুধবার (১২ মার্চ) কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ মাঠে জমকালো আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।
এতে ওই বিদ্যালয়েরর মোট ১৭ জন খেলোয়াড়সহ কোচদের সম্মাননা ক্রেস্ট প্রদান এবং ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি উপহার দেয় উপজেলা ছাত্রশিবির।
কুতুবদিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ বিন ইব্রাহিমের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংগঠনটির জেলা সভাপতি আব্দুর রহিম নূরী এবং বিশেষ অতিথি হিসেবে সেক্রেটারি মীর মো. আবু তালহা, কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি আয়ুব আনসারী, জামায়াতে ইসলামী কুতুবদিয়া শাখার আমির ও সাবেক চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী, সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, অধ্যক্ষ আবু মুছাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির জেলা সভাপতি আব্দুর রহিম নূরী বলেন, দেশে এখনও অপসংস্কৃতি, অপরাজনীতি, চাঁদাবাজিসহ নানা অনিয়ম দুর্নীতি চলছে। এমন নাজুক পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য এবং দেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দৃঢ় প্রতিজ্ঞ। সৎ, দক্ষ, দেশ প্রেমিক, নীতিবান ও আদর্শ মানুষ গড়ার নিমিত্তে দেশের আনাচে কানাচে ছাত্র সমাজের কাছে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে ছাত্রশিবির।
পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ