চট্টগ্রাম মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন শিমুল

হাটহাজারী সংবাদদাতা

১২ মার্চ, ২০২৫ | ৯:৩৬ অপরাহ্ণ

হাটহাজারী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হয়েছেন ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক পূর্বকোণের হাটহাজারী উপজেলার নিজস্ব সংবাদদাতা খোরশেদ আলম শিমুল।

 

বুধবার (১২ মার্চ) বিকেলে হাটহাজারী প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক সভায় এই সিদ্ধান্ত হয়। এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনসুর আলী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম শিমুলকে দায়িত্ব বুঝিয়ে দেন।

 

হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া বলেন, হাটহাজারী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনসুর আলী পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে যাওয়ায় প্রেস ক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হিসেবে কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম শিমুল দায়িত্ব পালন করবেন।

 

এ সময় প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনসুর আলী, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, অর্থ সম্পাদক আজিজুল ইসলাম স্বপন, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নাজিম, সদস্য মো. পারভেজ, মো. কুতুব উদ্দিন ও গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

 

এর আগে ক্লাবের সভাপতি, সম্পাদকসহ উপস্থিত সকল সদস্যরা ইফতার করেন। ইফতার পরবর্তী সময়ে নতুন সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম শিমুল বলেন, প্রেস ক্লাবের সকল সদস্যরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন। সত্য প্রকাশে পিছু হাঁটবেন না। ক্লাবের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট