গভীর বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ’এফবি সাজনা’ নামে একটি ফিশিং ট্রলারে ফের ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় জেলেদের মারধর করে আহরণকৃত বিভিন্ন প্রজাতির মাছ, ডিজেল, নগদ টাকা ও মোবাইলসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় জলদস্যুরা।
রবিবার (৯ মার্চ) রাত ১০টার দিকে কক্সবাজারের অদূরে জেলেদের ভাষায় ’লাশ পাতা’ নামকস্থানে দস্যুতার এ ঘটনা ঘটে। পরে আজ বুধবার অপর আরেকটি ট্রলার যোগে দ্বীপের উত্তরের ঘাটে এসে পৌঁছায় তারা।
সাগরে জলদস্যুদের হামলা ও লুটপাটের বর্ণনা দিয়ে ট্রলার মালিক ও মাঝি জাহাঙ্গীর আলম জানায়, প্রথম রোজার দিন তার মালিকানাধীন ’এফবি সাজনা’ নামের ফিশিং ট্রলার যোগে ১৬ জন মাঝি-মাল্লা নিয়ে মাছ ধরতে যায় সাগরে।
তারই ধারাবাহিকতায় গত রবিবার রাতে ওই স্থানে জাল বসানো অবস্থায় একটি অজ্ঞাত ট্রলার এসে আকস্মিক পেছনে ধাক্কা দেয়। কাছাকাছি আসতে না আসতেই অস্ত্রধারী কয়েকজন জলদস্যু লাফিয়ে উঠেন ট্রলারে। মুহূর্তেই অস্ত্র ও কিরিচের মুখে জিম্মি করে লোহার রড় দিয়ে বেদম মারধর করে কেবিনে আটকে রাখা হয় জেলেদের। তাদের দাবি, হুটহাট মাছ ও অন্যান্য মালামাল লুটসহ ট্রলারের ইঞ্জিন বিকল করে পালিয়ে যায় জলদস্যুরা।
মাঝিরা আরো জানায়, ঘটনার প্রায় দু’দিন পর বিকেলে ওই ট্রলারযোগে সাগরে ভাসমান অবস্থায় প্রতিবেশী অপর আরেকটি ট্রলার তাদের উদ্ধার করে ঘাটে নিয়ে আসে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন জানায়, সাগরে ডাকাতের কবলে পড়া ট্রলারটি আহত সকল মাঝি-মাল্লা নিয়ে ঘাটে ফিরেছে। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ