চট্টগ্রামের বোয়ালখালীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে সয়াবিন তেল বিক্রি ও মূল্য তালিকা সংরক্ষণ না করায় ৩ ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার বেঙ্গুরা বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
তিনি জানান, বেঙ্গুরা বাজারে ধার্যকৃত মূল্য অপেক্ষা বেশি মূল্যে ভোজ্য তেল বিক্রি ও মুল্যতালিকা সংরক্ষণ না করায় শামসুল আলম স্টোরের মো. ইলিয়াছকে ৫ হাজার টাকা, মন্নান স্টোরের আবদুল মন্নানকে ৩ হাজার টাকা, হালিম স্টোরের আবদুল হালিমকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় বোতলে কম থাকায় ‘গৃহিনী’ ব্র্যান্ডের ৬৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এছাড়া সবজি বিক্রেতা মো. ফারুককে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ