চট্টগ্রাম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

ইউনিসেফের প্রতিবেদন

রোহিঙ্গা ক্যাম্পে তীব্র অপুষ্টিতে ভুগছে ১৫ শতাংশের বেশি শিশু

কায়সার হামিদ মানিক, উখিয়া

১২ মার্চ, ২০২৫ | ২:৩৮ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে চরম পুষ্টিহীনতায় ভুগছে পরিবারের সাথে থাকা শিশুরা। সিভিয়ার একিউট ম্যালনিউট্রিশনে (তীব্র অপুষ্টি) আক্রান্ত রোগীর সংখ্যা গতবছরের তুলনায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বেড়েছে প্রায় ২৭ গুণ। বর্তমানে রোহিঙ্গা শিবিরে ১৫ শতাংশেরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে। যা ২০১৭ সালে রোহিঙ্গাদের স্থানচ্যুতি শুরু হওয়ার পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।

 

ইউনিসেফের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, কক্সবাজারের শরণার্থী শিবিরে বর্তমানে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। যার মধ্যে পাঁচ লাখের বেশি শিশু রয়েছে। এই শিশুদের মধ্যে অনেকেই তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। গতবছর প্রায় ১২ হাজার শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত ছিল। যাদের ৯২ শতাংশ সুস্থ হয়ে উঠেছে ইউনিসেফের চিকিৎসায়। তবে খাদ্য সংকট, স্যানিটেশন পরিস্থিতির অবনতি, কলেরা ও ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যসেবার অভাব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।

 

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারিতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত রোগী সংখ্যা ২৫ শতাংশ বেড়েছিল। যা ফেব্রুয়ারিতে আরও ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মূলত বর্ষা, জলবায়ু পরিবর্তন, স্যানিটেশন সংকট, খাবারের রেশন কমানো এবং নতুন শরণার্থীদের আসার কারণে এমনটা ঘটেছে। বিশেষ করে নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শিশুরা বেশি সমস্যায় পড়ছে।

 

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বলেন, বর্তমানে আমরা রোহিঙ্গা মায়েদের ও শিশুদের প্রয়োজনীয় সেবা প্রদান করতে পারছি। কিন্তু চাহিদা বৃদ্ধির সাথে তহবিল কমে যাওয়ায় এই সেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। খাবারের রেশন আরও কমে গেলে শিশুসহ সকলের চিকিৎসাসেবা বন্ধ হয়ে যাবে; এই ভয়ে রোহিঙ্গা পরিবারগুলো অত্যন্ত উদ্বিগ্ন।

 

ইউনিসেফের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে রোহিঙ্গা শিবিরে প্রায় ১৪ হাজার ২০০ শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হতে পারে। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা শিশুদের জন্য খাদ্য, স্বাস্থ্যসেবা এবং পুষ্টি সহায়তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা অব্যাহত থাকা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট