চট্টগ্রাম শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সর্বশেষ:

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল

ফ্যাসিবাদী নয়, মানবিক বাংলাদেশ চাই: মাওলানা মুহাম্মদ শাহজাহান

খাগড়াছড়ি সংবাদদাতা

১১ মার্চ, ২০২৫ | ১০:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে অরুনিমা কমিউনিটি সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলার আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমিন।

 

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

 

তিনি বলেন, ২৪ এর বিপ্লবে প্রায় দেড় হাজার ছাত্রজনতা শহীদ হয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। কোন চাঁদাবাজ ও ফ্যাসিবাদীর হাতে এদেশ তুলে দিতে চাই না।

 

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর চলছে নানা ষড়যন্ত্র। আমরা সকল মানুষদেরকে নিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করতে চাই।

 

ইফতার মাহফিলে বক্তব্য রাখেন এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মিনহাজ। ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দল বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট