হাটহাজারীতে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে এক দোকানি ও হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অপরাধে মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১০ মার্চ) এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মশিউজ্জামান। এ সময় সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন।
ইউএনও মশিউজ্জামান বলেন, পৌরসদরের কাচারী সড়কে অভিযানে বিভিন্ন দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্র, অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বেঙ্গল হোটেলের মালিক ইকবালকে ১০ হাজার টাকা ও দোকান মলিক মদনকে ১০ হাজার টাকা সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী -এবং মডেল থানা পুলিশের সদস্যরা। ।
পূর্বকোণ/খোরশেদ/আরআর/পারভেজ