চট্টগ্রাম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে সয়াবিন তেলে পরিমাণ কম থাকায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

বোয়ালখালী সংবাদদাতা

১০ মার্চ, ২০২৫ | ৫:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে বোতলজাত সয়াবিন তেলের পরিমাণ কম থাকায় ৩ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযানের খবর পেয়ে ব্যবসায়ীদের দোকান বন্ধ করে সটকে পড়তে দেখা গেছে।

 

সোমবার (১০ মার্চ) দুপুরে উপজেলার জোটপুকুর পাড় ও কানুনগোপাড়ায় এ অভিযান পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।

 

তিনি বলেন, কানুনগোপাড়া বাজারে অভিযান চালিয়ে এক মুদির দোকানে বোতলজাত সয়াবিন তেল পরিমাণ কম পাওয়া যায়। লিটার প্রতি ১২০ মিলিলিটার তেল কম ছিল বোতলে। সেই দোকান থেকে ৩৬ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়েছে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

পৃথক অভিযানে জোটপুকুর পাড় ও কানুনগোপাড়া বাজারে অভিযান চালিয়ে লিটার প্রতি সয়াবিন তেল কম থাকায় লাকি স্টোরের উজ্জ্বল দেবকে ৫ হাজার টাকা ও রাসেল স্টোরের মো. রাসেলকে ৭ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

 

তিনি বলেন, ‘গৃহিনী’ ও ‘চাঁদনী’ ব্র‍্যান্ডের বোতলজাত সয়াবিন তেলের লিটার প্রতি ১২০ মিলিলিটার তেল কম থাকায় ২ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১২ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এসময় ২৭ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। জব্দ করা সয়াবিন তেল সুলভ মূল্যে বিক্রয় করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট