চট্টগ্রামের হাটহাজারী মেখল ইউনিয়নে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মোহাম্মদ আলী নামে একজনকে মারধরের অভিযোগ করেছে ভুক্তভুগী পরিবার। এ সময় টাকা না পেয়ে মোটরসাইকেল ভাঙচুর, দেড় লাখ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া হয় বলেও জানান তারা।
রবিবার সকালে সিআরবি তাফসিয়া গার্ডেন রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন ভুক্তভুগী মোহাম্মদ আলীর ছোট ভাই আলাউদ্দিন ও ফুফাত ভাই বেলাল হোসাইন।
তারা বলেন, স্থানীয় আব্দুল কাইয়ুম দীর্ঘদিন থেকে চাঁদা দাবি করে আসছে মোহাম্মদ আলী কাছ থেকে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে গত ১ মার্চ মাগরিবের পরে আব্দুল কাইয়ুমের নেতৃত্বে হামলা চালিয়ে টাকা পয়সা লুট করে এবং মারধর করে। ভিকটিম এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনের মাধ্যমে অপরাধীকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানান ভুক্তভুগী পরিবার।
পূর্বকোণ/জেইউ