চট্টগ্রাম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু

হাটহাজারী সংবাদদাতা

১০ মার্চ, ২০২৫ | ৪:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো.আনোয়ার হোসেন প্রকাশ রাফি (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে পৌরসভার বাস স্টেশন এলাকায় আল আকসা হোটেল এন্ড রেস্টুরেন্টের ছাদে এই ঘটনা ঘটে।

 

নিহত রাফি রেস্টুরেন্টের কর্মচারী। তার বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুর গাঁও এলাকায়। তার পিতার নাম মুনসুর আলী। সে বর্তমানে হাটহাজারী শেরে বাংলা মাজার গেটস্থ একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতো।

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন জানান, বাস স্টেশন এলাকায় একটি রেস্টুরেন্টের কর্মচারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট