ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বান্দরবানে নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
সোমবার (১০ মার্চ) সকালে বান্দরবান নার্সিং কলেজ থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ব্যানারে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।
পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের পর প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লে কার্ড নিয়ে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করে। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী স্মৃতি মনি ইরা, মিজানুর রহমান ও ঐশী চক্রবর্তী।
বক্তারা বলেন, দেশে এমন একটি পর্যায় সৃষ্টি হয়েছে এখন কোথাও নারীরা শিশুরা নিরাপদ নয়। একের পর এক ধর্ষণ নির্যাতনের ঘটনায় জাতি আজ লজ্জিত। বিচারহীনতার কারণে দেশে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে উল্লেখ করে শিক্ষার্থীরা অবিলম্বে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পূর্বকোণ/মিনার/জেইউ