চট্টগ্রাম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়িতে ছিনতাই-চাঁদাবাজির অভিযোগে একজন গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

১০ মার্চ, ২০২৫ | ১২:১৬ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি বিজিবি চেকপোস্ট গেটের সামনে থেকে ছালামত উল্লাহ প্রকাশ কালুকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি ১১, বিজিবি অভিযানে তাকে গ্রেপ্তার করে।

 

ছালামত উল্লাহ প্রকাশ কালু নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছাবের আহাম্মদের ছেলে।

 

রবিবার রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসহারুরুল হক। তিনি জানান, কালুর বিরুদ্ধে বিভিন্ন অপর্কমের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে প্রেরণ করা হবে।

 

থানা সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কম্বোনিয়া এলাকার ছালামত উল্লাহ প্রকাশ কালু নামে একজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা প্রক্রিয়াধীন রয়েছে। (১০ মার্চ) সোমবার সকালে গ্রেপ্তার কালুকে আদালতে পাঠানো হবে।

 

 

পূর্বকোণ/শামীম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট