অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে চট্টগ্রামের হাটহাজারী চৌধুরীহাট বাজারে তিন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৯ মার্চ) বিকালে চৌধুরীহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।
তিনি জানান, চৌধুরীহাট বাজারের বিভিন্ন দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় করার অপরাধে জসিম সওদাগরকে দুই হাজার টাকা, বাবুল গুপ্তকে দুই হাজার টাকা ও বিসমিল্লাহ ট্রেডার্সের মালিক আব্দুল্লাহকে তিন হাজারসহ মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ