চট্টগ্রাম সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সর্বশেষ:

ওজনে ১০ গ্রাম কম, মাশুল দিল দেড় হাজার টাকা

কুতুবদিয়া সংবাদদাতা

৯ মার্চ, ২০২৫ | ১১:৫৬ অপরাহ্ণ

কুতুবদিয়ায় পবিত্র রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে অভিযানে নেমেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ধুরুং বাজারের বিভিন্ন ফলের দোকান, কাঁচাবাজার ও মাংসের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

 

এ সময় ওজনে কম দেওয়ার পর্যাপ্ত প্রমাণ সাপেক্ষে মাংস ব্যবসায়ী নুরুল আলমকে (৪২) দেড় হাজার ও কায়সার আলমকে (৩৮) ১ হাজার এবং তরমুজ ব্যবসায়ী তাহেরকে ৫ শ, মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন বলেন, প্রতি কেজি মাংসে ১০-২০ গ্রাম কম দেয়ায় এবং একজন তরমুজ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পৃথক মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট