বান্দরবানে সড়ক দুর্ঘটনায় রাশেদুল ইসলাম (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার (৯ মার্চ) সন্ধ্যায় বান্দরবান-কেরানীহাট মহাসড়কের মাঝেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাশেদুল ইসলাম বান্দরবান বাজারের চাল ব্যবসায়ী মো. ওসমানের ছেলে।
স্থানীয়রা জানান, বান্দরবান কেরানীরহাট সড়কের মাঝেরপাড়া এলাকায় মোটরসাইকেলের সঙ্গে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রাশেদুল গুরুতর আহত হযন। পরে তাকে কেরানীরহাট আশসাফা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, ওষুধ কোম্পানির গাড়ির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/মিনার/জেইউ/পারভেজ