চট্টগ্রাম সোমবার, ২৪ মার্চ, ২০২৫

সর্বশেষ:

পদুয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৩ গরুসহ বসতঘর

লোহাগাড়া সংবাদদাতা

৯ মার্চ, ২০২৫ | ১১:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়ায় অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও ৩ গৃহপালিত গরু আগুনে পুড়ে মারা গেছে। রবিবার (৯ মার্চ) রাত পৌনে ৮টার দিকে ওই উপজেলার পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালির পাড়ায় এ ঘটনাটি ঘটে।

 

ক্ষতিগ্রস্ত গৃহকর্তার নাম কাশের আলী। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্য শব্বির আহমদ। তিনি জানান, উল্লেখিত সময়ে বাড়ির রান্না ঘরের গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে বাড়িসহ গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায় এবং এ সময় তিনটি গরু পুড়ে মারা যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন এবং পরে দমকল বাহিনীর গাড়ি গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।

 

এ ব্যাপারে লোহাগাড়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রুবেল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনি। বাড়ি ও গোয়াল ঘরসহ পুড়ে গেছে এবং এ সময় অগ্নিকাণ্ডে তিনটি গরু মারা গেছে। তবে সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপক্ষে তা নিরূপণ করা হবে।

 

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট