চট্টগ্রামের বোয়ালখালীতে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৯ মার্চ) সকালে উপজেলার জোট পুকুর পাড় এবং পৌর সদরের দরপপাড়ায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
তিনি বলেন, ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মক্কা-মদিনা স্টোরের স্বত্বাধিকারী আহামদুল হককে ১০ হাজার টাকা, কবির ব্রাদার্সের রবিউলকে ২ হাজার টাকা ও হাজী ছালেহ স্টোরের মো.শফিকুল ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বাজার দর মনিটরিং করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর /এএইচ