চট্টগ্রাম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

১৫০ উপজেলায় স্কুল ফিডিং প্রোগ্রাম চালু হবে: কক্সবাজারে গণশিক্ষা উপদেষ্টা

কক্সবাজার সংবাদদাতা

৯ মার্চ, ২০২৫ | ১২:০৫ পূর্বাহ্ণ

দেশের ১৫০টি উপজেলায় স্কুল ফিডিং প্রোগ্রাম চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।

 

শনিবার (৮ মার্চ) কক্সবাজারে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

তিনি বলেন, প্রি-প্রাইমারি এন্ড প্রাইমারি এডুকেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ইন কক্সবাজার এন্ড বান্দরবান ডিস্ট্রিকস এন্ড ভাসানচর অব নোয়াখালী প্রকল্পের আওতায় স্কুল ফিডিংসহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং সামাজিক বৈষম্য দূর করা সম্ভব হবে।

 

কক্সবাজার পিটিআইতে ‘প্রজেক্ট একটিভিটিস এন্ড স্কুল ফিডিং প্রোগ্রাম’ সংক্রান্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা বিধান রঞ্জন বলেন, শিশুদের অপুষ্টি দূর করতে স্কুল ফিডিং প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রকল্পের মাধ্যমে শুধু স্কুল ফিডিং নয়, অর্থনীতির একটি বিশাল ডাইমেনশনও উন্মোচিত হবে।

 

প্রকল্পের আওতায় কক্সবাজারের ৫৬৯টি এবং বান্দরবানের ৪৩৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ১১ হাজার শিক্ষার্থী সপ্তাহে পাঁচদিন পুষ্টিকর খাবার পাবে। এছাড়া, কক্সবাজার এবং ভাসানচরে অবস্থানরত মায়ানমারের শিশুরাও এই সুবিধা পাবে। ১,০৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬,০৯৯ জন শিক্ষক দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ পাবেন। জুলাই ২০২৪ থেকে জুন ২০২৭ সাল পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়নে ৯৫০ কোটি টাকা ব্যয় হবে।

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট