চট্টগ্রাম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

সীতাকুণ্ড সংবাদদাতা

৮ মার্চ, ২০২৫ | ১০:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড সমুদ্র উপকূলীয় এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।

 

শনিবার (৮ মার্চ) বিকাল ৫টার দিকে উপজেলার সোনাইছড়ির বারআউলিয়া বক্তারপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

 

যুববের বয়স আনুমানিক ৪০। তবে তার নামপরিচয় পাওয়া যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া বক্তার পাড়া সাগর উপকূলীয় এলাকায় এক অজ্ঞাতনামা যুবকের লাশ ভেসে আসলে খবর পেয়ে নৌপুলিশ বিকালে লাশটি উদ্ধার করেন।

 

কুমিরা নৌ পুলিশের ইনচার্জ (পরিদর্শক) ওয়ালি উদ্দিন আকবর জানান, সমুদ্র উপকূলে ভেসে আসা একটি অর্ধগলিত যুবকের মরদেহ পাওয়া গেছে। মুখসহ তার শরীরের অধিকাংশ মাংস পঁচে খসে পড়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট