চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকান এলাকায় বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার কালিয়াইষ মৌলভীর দোকান এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর- আকতার স্টোরকে ৫ হাজার, আঞ্জুমান স্টোরকে ১ হাজার, আরএস ট্রেডার্সকে ৫ হাজার, শাহী তাজ রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, মৌলভীর দোকান এলাকায় বাজার মনিটরিং অভিযানে তিনটি মুদি দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায়, পণ্যের ক্রয়রশিদ সংরক্ষণ না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনজনকে ১১ হাজার টাকা এবং শাহী তাজ রেস্টুরেন্টে লাইসেন্স না থাকায় ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসন এমন অভিযান অব্যাহত রাখবে।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ