রাঙামাটির রাজস্থলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুইজন আহত হয়েছেন। শনিবার (৮ মার্চ) দুপুর ১২টায় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- জিকু কুমার দে (৪০) ও ইয়াসিন (৪০)। এদের মধ্যে আহত জিকু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ও ইয়াছিন বিএনপির সদস্য।
স্থানীয়রা জানান, উপজেলা পরিষদে নারী দিবসের আলোচনা সভা শেষ করে জিকু বাড়ি ফেরার পথে বাঙ্গালহালিয়া শফিপুর নামক স্থানে হঠাৎ মোটরসাইকেল উল্টে জিকু ও ইয়াসিন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঙ্গালহালিয়ার স্থানীয় চিকিৎসক মোনাফের কাছে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করান।
পূর্বকোণ/পিআর/এএইচ