চট্টগ্রাম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

ভাইয়ের মৃত্যুর খবরে বাপের বাড়ি গিয়ে আগুনে পুড়ল ৩ ঘর

চন্দনাইশ সংবাদদাতা

৭ মার্চ, ২০২৫ | ১১:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ ধোপাছড়িতে আগুনে পুড়ে তিনটি বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। শুক্রবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শঙ্খকুল এলাকায় হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে পুড়ে যাওয়া ঘরগুলো হলো মর্জিনা বেগম, মরিয়ম খাতুন ও ভাড়াটিয়া আম্বিয়া বেগমের। তারা সবাই পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে বাড়ির পেছন থেকে আগুনের সূত্রপাত।

ক্ষতিগ্রস্ত মর্জিনা বেগম বলেন, তার ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে সবাই ছদাহা এলাকায় চলে যান। অন্যরা খেটে খাওয়া মানুষ কাজের সন্ধানে চলে যান। ঘরে তখন কেউ উপস্থিত ছিলেন না।

আগুনের খবর পেয়ে এলাকাবাসী ছুটে এসে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে আগুনে পুড়ে সব কিছু শেষ হয়ে যায়।

পূর্বকোণ/দেলোয়ার/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট