চট্টগ্রামের রাউজানে বিভিন্ন মামলার আসামি মো. রায়হানের সহযোগী মো. আবছারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছে চারটি ম্যাগজিন ও ২৪ রাউন্ড গুলি পেয়েছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার রায়হানকে ধরতে অভিযান চালায় পুলিশ। তাকে না পেলেও সহযোগী আবছারকে অস্ত্রসহ ধরতে সক্ষম হয় পুলিশ। আজ শুক্রবার গুলি ও ম্যাগজিন উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে আসামিকে কোর্টে প্রেরণ করে।
পুলিশ জানান, বৃহস্পতিবার বিকেল থেকে অভিযান শুরু করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নি.) মনিরুল ইসলামের নেতৃত্বে। দীর্ঘ কয়েক ঘণ্টা অভিযান পরিচালনা করে রায়হানের সহযোগী আসামি মো. আবছারকে রায়হানের বাড়ির ছাদ হতে লাফ দিয়ে পালানোর সময় আটক হলেও আসামি রায়হান পিস্তলসহ পালাতে সক্ষম হয়।
পুলিশ উপস্থিত সাক্ষীদের সম্মুখে মো. আবছারের দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট থেকে ১২ রাউন্ড গুলিসহ দুটি ম্যাগজিন এবং আসামি মো. রায়হানের শয়নকক্ষের খাট থেকে ১২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করে।
পুলিশ আরও জানায়, আসামি মো. আবছারকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, উল্লেখিত অস্ত্রগুলির কোন বৈধ লাইসেন্স নাই। তারা ওই অস্ত্র ও গুলি দিয়ে বিভিন্ন অপরাধ সংগঠিত করে থাকে। প্রাথমিক অনুসন্ধানে আসামিরা বিভিন্ন অপহরণ, চাঁদাবাজি ও দখলবাজির সাথে জড়িত মর্মে তথ্য প্রমাণ পাওয়া যায়।
পুলিশ আরো জানায়, আসামি মো. রায়হানের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ৪টি মামলার সন্ধানসহ অভিযোগ রয়েছে।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ