রাজাখালী বিইউআই কামিল (মাস্টার্স) মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার মাদ্রাসা ক্যাম্পাসে আয়োজিত এক সভায় পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন প্রাক্তন পরিষদের সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা মাহবুবুল হক ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার ছরওয়ার আলম। সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদকসহ অন্যান্য পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন বাওয়া স্কুলের শিক্ষক মুহাম্মদ আলী জাফর সাদেক। সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষানুরাগী আলহাজ্ব এ জে এম গিয়াসুদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষানুরাগী আলহাজ্ব এ টি এম শামসুদ্দীন চৌধুরী। সভাপতিত্ব করেন প্রিমিয়ার ব্যাংকের এসএভিপি মুহাম্মদ নাছির উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পিকনিক ও আলোচনা সভা কমিটির আহ্বায়ক মাস্টার শওকত আলম।
পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যাংকার মুহাম্মদ নাছির উদ্দিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিক্ষক মুহাম্মদ আলী জাফর সাদেক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক এহছানুল হক। অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিএসআরএম কর্মকর্তা শাহনেওয়াজ মাহমুদ শিবলী।
কমিটিতে ২৩ জনকে উপদেষ্টা করা হয়েছে। এদের মধ্যে রাজনীতিবিদ-বিচারকও রয়েছেন। এছাড়া সহ-সভাপতি হলেন শিক্ষক মুহাম্মদ মোশাররফ হোসাইন, ব্যবসায়ী ডা. আবু ইউসুফ, কাজী ফিরোজ আহমদ, শিক্ষক মুহাম্মদ মোখতারুজ্জামান, আইনজীবী হেলাল বিন মঞ্জুর তামিম, শিক্ষক মুহাম্মদ শওকত আলম, ব্যবসায়ী মোহাম্মদ হোছাইন।
যুগ্ম সম্পাদক শিক্ষক এএসএম বশির, ব্যাংকার মুহাম্মদ মুহিবুল্লাহ, মেরিনার মিছবাহ উদ্দিন মানিক, শিক্ষক মঞ্জুর আলম, ঢাবির শিক্ষক রেজাউল আজিম, ছাত্রনেতা তানজির হোসেন জুয়েল। সহ-সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী মুজাহিদুল ইসলাম রুবেল, সহ-অর্থ সম্পাদক শিক্ষক মুহাম্মদ আহসান উল্লাহ, আইন সম্পাদক এডভোকেট আবদুল আলীম, সহ-আইন সম্পাদক এডভোকেট মুহাম্মদ মামুনুর রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শিক্ষক রায়হান আজাদ, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সংবাদকর্মী মুহাম্মদ ফোরকান এলাহী, আইসিটি সম্পাদক মুহাম্মদ জাফরুল হক, সহ-আইসিটি সম্পাদক সাহেদুল কবির, সহ-প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, অফিস সম্পাদক শিক্ষক মুহাম্মদ গোফরানুল কবির, সহ-অফিস সম্পাদক আবদুল্লাহ আল মামুন ফয়সাল, ছাত্র কল্যাণ সম্পাদক শিক্ষক মো. নুরুল কাদের, সহ-ছাত্র কল্যাণ সম্পাদক শিক্ষক ফায়জুল আজিজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শিক্ষক মুহাম্মদ শাহাব উদ্দিন, স্বাস্থ্য সম্পাদক মুহাম্মদ আলী রেজা বাকের, সহ-স্বাস্থ্য সম্পাদক রিয়াজুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক আবু নাসের, সহ-প্রবাসী কল্যাণ সম্পাদক জিয়াউল এহছান, সমাজ কল্যাণ সম্পাদক এনজিও কর্মকর্তা দেলোয়ার হোসাইন আল মামুন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক শরীফুল ইসলাম, পাঠাগার সম্পাদক শিক্ষক সফিউল আলম, সহ-পাঠাগার সম্পাদক মুহাম্মদ রফিক, আপ্যায়ন সম্পাদক শিক্ষক আবদুর রহিম হালী, নির্বাহী সদস্য শিক্ষক মুহাম্মদ আবু বকর, মুহাম্মদ ইদ্রিস, শিহাব উদ্দিন, ওমর ফারুক, হামিদুর রহমান কায়সার, মাহফুজ বিন গোলাম রহমান, ইবনে আদম জাহান, মনসুর আলম প্রমুখ।
সভায় মাদ্রাসার ৭৫ বছর পূর্তিতে প্লাটিনাম জয়ন্তী উদযাপনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এই উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশ করার কথাও জানানো হয়।
পূর্বকোণ/এএইচ