চট্টগ্রাম শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সীতাকুণ্ডে সংবাদদাতা

৬ মার্চ, ২০২৫ | ১১:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার বড় কুমিরা বাজারে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লা আল মামুন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লা আল মামুন জানান, দ্রব্যমুল্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করে বিভিন্ন ধরণের মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে প্রদশর্ন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বড় কুমিরা বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানকে ৮ হাজার টাকা এবং কায়সার আহমেদ কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শঙ্কর প্রসাদ বিশ্বাস এবং সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

পূর্বকোণ/সৌমিত্র/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট