চট্টগ্রামের পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকায় তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতের দল।
বুধবার (৫ মার্চ) গভীর রাতে মাহাবুব চেয়ারম্যানের বাড়ি এলাকায় সামশুল আলমসহ তিনটি বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার দিবাগত রাত দেড়টার সময় ভাটিখাইন করল এলাকার ওবায়দুল আলম শহীদ পাশ্ববর্তী শ্রীমাই খালের বেঁড়িবাঁধের কাজ শেষে বাড়ি ফিরছিল। এসময় দুইতিনজন ডাকাত তাকে অস্ত্র ঠেকিয়ে গতিরোধ করে। এসময় ডাকাত ডাকাত চিৎকার দিলে তাকে মারধর করে অস্ত্র ঠেকিয়ে অবরুদ্ধ করে রাখে। এসময় ডাকাতেরা তার ঘর থেকে নগদ ৫ হাজার টাকাসহ প্লাষ্টিকের ব্যাংক ভেঙে প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যায়। তার স্ত্রীর কানের দুল ও একটি মোবাইলও লুট করে। এছাড়া প্রতিবেশি আবু তাহেরের ঘরে ঢুকে নগদ ৩০ হাজার টাকা, ২টি মোবাইল, এটিএম কার্ডসহ প্রায় ৭০ হাজার টাকার মালমাল লুট করে নিয়ে যায়।
লুট হওয়া বাড়ির সদস্যরা জানান,ডাকাতদের অনেকেই পাহাড়ি মগ চাকমার সদস্য। তাদের হাতে বন্ধুকসহ বিভিন্ন অস্ত্র রয়েছে।
এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর জানান, ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েছি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।
পূর্বকোণ/পিআর