চট্টগ্রামের সাতকানিয়ায় অস্বাস্থ্যকর এবং অবৈধ পন্থায় তেল বোতল জাত করার দ্বায়ে এক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার দেওদীঘি বাজারের পূর্ব পাশে একটি বাসায় অভিযান পরিচালনা করে এই দণ্ড দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
দণ্ডিতরা হলেন, উপজেলার এওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবদুল হামিদের ছেলে মো. ইউনুস (৪৮)। এছাড়া তেলের ব্যবসার সাথে জড়িত মো. ইসাহাক (৪২), বাড়ির মালিক মো. নাসির উদ্দীনের (৪৫) বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্যানিটারি ইন্সপেক্টরকে নির্দেশনা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, অসাধু পন্থায় তেল বোতলজাত করছে এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাসার একটি কক্ষে তেলের দুটি ট্যাংকসহ প্রায় ৩৫ শ লিটার খোলা ও বোতলজাত তেল পাওয়া যায়, যার মোড়কে বিএসটিআইয়ের অনুমোদনসহ পণ্যের মোড়কের জন্য নির্ধারিত তথ্যসমূহ অনুপস্থিত ছিল।
এ সময় বাসার কক্ষে সয়াবিন তেল অস্বাস্থ্যকর পরিবেশে ওজনে কম দিয়ে অবৈধ প্রক্রিয়ায় প্যাকেজিং করে রুপচান নামে সাতকানিয়ার বিভিন্ন দোকানে সাপ্লাই করা হয়। কক্ষগুলোতে প্রায় ৬৮০০টি এক ও দুই লিটারের খালি প্লাস্টিক বোতল ও লেবেলসহ ড্রামে তেল পাওয়া যায়।
এ সময় ৩৫ শ লিটার তেল, খালি তেলের বোতল জব্দ এবং তিনটি কক্ষে তেলের ড্রাম, মোটরসহ সিলগালা করে দেয়া হয়। এছাড়া অসাধু ব্যবসায়ীকে ছয় মাসের দণ্ড প্রদান করা হয়। এবং বাড়ির মালিক ও অপর ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হয়।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ