চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ মার্চ) বিকেলে পৌরসদরের নামারবাজার এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম।
তিনি জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সীতাকুণ্ড উপজেলাধীন সীতাকুণ্ড নামার বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫৩ ধারায় তিন ব্যবসায়ী সাইদুল ইসলাম শাকিলকে এক হাজার টাকা, অরিত্র বিশ্বাসকে ৫ হাজার টাকা এবং ইসমাইল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ